আয় ঘুম ঘুম, যায় ঘুম ঘুম, কলুপাড়া দিয়ে, খোকনমণি পান খেয়েছে শাশুড়ী বাঁধা দিয়ে, খোকার শ্বশুর বেড়ায় খুঁজে, ঘুমাও খোকন চক্ষু বুজে।
ছড়া: আয় চাঁদ
আয় চাঁদ নড়িয়া, হাওয়ার উপর চড়িয়া; খোকামণির ঘরটি দিবি জোছনাতে ভরিয়া!
ছড়া: আয় বাদর
আয়রে বাঁদর লেজ ঝোলা, খোকানে নিয়ে গাছে দোলা; গাছের উপর পাখির বাসা, খোকা আমাদের দেখতে খাসা!
ছড়া: আয় মেনি
আয় তো মেনি পুষ পুষ, একটা ধানে দুটো তুঁষ। খোকা করে উসখুস, পুষু, খোকার কোলে শুস!
ছড়া: কি মজা
এ পা দুধে তিন পা জল, কে বা কত খায়? গুবরে পোকা নিত্য করে গয় কাশী যায়!
ছড়া: হোয়া হোয়া
শেয়াল যাকে হোয়া হোয়া, শেয়ালী ডাকে ফ্যাক! খোকার খেয়াল, ধরবে শেযাল, দেখ দেখ দেখ!
ছড়া: তাই তাই
তাই তাই তাই, আরো হবে ভাই, দু ভায়েতে যুক্তি করে, মামার বাড়ি যাই; মামা দিল মন্ডা খেতে, দুয়ারে বসে খাই!
Subscribe to:
Posts
(
Atom
)