মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ঐ ফুল ফুটে বনে,
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।।
ছোট পাখি, ছোট পাখি,
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।
এখ না কব কথা
আনিয়াছি তৃণলতা,
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা,
দলবল ছাড়ি একা
কোথা যাও বলে বল শুনি
শীতের সঞ্চয় চাই,
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায় পিলপিল চলি।।
[--নবকৃষ্ণ ভট্টাচার্য]
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ঐ ফুল ফুটে বনে,
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।।
ছোট পাখি, ছোট পাখি,
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।
এখ না কব কথা
আনিয়াছি তৃণলতা,
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা, পিপীলিকা,
দলবল ছাড়ি একা
কোথা যাও বলে বল শুনি
শীতের সঞ্চয় চাই,
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায় পিলপিল চলি।।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment