কোন এক রাজার মেয়ে
পুরো এক মুর্গি খেয়ে
সে ভাই মুর্গি হল।
সবে কয়: কী যে বল!
কোন এক রাজার ছেলে
রাতে যেই লাট্টু খেলে
গেল সে লাট্টু হয়ে।
রাজা খুব কাঁদল ভয়ে!
কোনো এক রামছাগলে
গেল যেই ঘোড়ার দলে
হল সে ঘোড়ার মতো।
সবে কয়; আজব যত!
কোন এব পেটুক গরু
গলাটা বেজায় সরু
খেত সে ডালের নাড়ু
তাতে হয় লাল-সজারু।
[--ফয়েজ আহমদ]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment