খুকু যাবে শশুরবাড়ী
সঙ্গে যাবে কে?
বাড়ীতে আছে হুনো বেড়াল,
কোমড় বেঁধেছে।
আম কাঁঠালের বাগান দেবো,
ছায়ায় ছায়ায় যেতে;
শান বাঁধান ঘাট দেবো,
পথে জল খেতে।
ঝাড়-লন্ঠন জ্বেলে দেবো,
আলোয় আলোয় যেতে;
উড়কি ধানের মুড়কি দেবো,
শাশুড়ী ভুলাতে!
শাশুড়ী ননদ বলবে দেখে,
“বৌ হয়েছে কালো!”
শ্বশুর ভাসুর বলবে দেখে
“ঘর করেছে আলো!
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।
0 comments:
Post a Comment