হাজার পাখি দেখবে এসো
পাখপাখালি সোনা,
হাজার ডানার হাজার পাখি
যায় না চোখে গোনা।
উড়াল পাখি কুড়াল পাখি
দেশবিদেশের পাখি,
নানান গাছে নানান মাসে
করছে ডাকাডাকি।
সাইবেরিয়া থেকে আসে
শীতের পাখি গুলো,
দূরের পাখি সুরের পাখি
নেই কোন চালচুলো।
ঘরের পাখি দোয়েল শ্যামা
ববিুই শালিক টিয়ে,
বক চিল কাক ময়না চড়ুই
টোনাটুনির বিয়ে।
আকাশ মালা পরিয়ে আসে
দূরের বািলিহাঁস,
বকশিকারি বিলেঝিলে
কাটায় বারো মাস।
পাখি আমার একলা পাখি
হাজার বরণ পাখি,
একটি হাজার গোনা হলে
অনেক হাজার বাকি।
[--মুহম্মদ নূরুল হূদা]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment