স্বাগতম

শিশু-কিশোরদের জগতে

ক্লাসের পড়া

বয়স ভিত্তিক পড়া

বিজ্ঞান পড়া

যেমন খুশি তেমন পড়া

ইংরেজি শেখা

কয়েকটি প্রশ্ন -তারাপদ রায়

একটি জীবন-মরণের প্রশ্ন।
গৃহিণী একদিন তাঁর পতিদেবতাকে বললেন, ‘ওগো বাজারে আনারস পাওয়া যায়না?’
পতিদেবতা বললেন, ‘চেষ্টা করলে পাওয়া যাবে। কিন্তু কেন?’ তিনি ভেবে দেখার চেষ্টা করলেন তাঁর ঘরনি কবে আনারস সম্পর্কে এত উৎসাহী ছিলেন।
বেশীক্ষণ ভাবতে হল না, সহধর্মিনী বললেন, ‘দেখ, কাল আমার মা আসছেন।’
শাশুড়ি ঠাকুরানি সম্পর্কে কোনও খারাপ কথা ভাবতে কিংবা বলতে চান না গৃহস্বামী। কিন্তু এই সংসারে উক্ত প্রবীণা মহিলার উপস্থিতিগুলি সত্যি খুব সুখের হয়নি। বহুবার তিনি দাম্পত্য কলহের কারণ হয়েছেন।
পতিদেবতা শঙ্কিত হলেন, ‘তোমার মা আসছেন?’
গৃহিনী বললেন, ‘সেইজন্যেই তো তোমাকে একটা আনারস আনতে বলেছি। মা যে কী ভালবাসে না আনারস। একটা আনারসের জন্য মা অর্ধেক প্রাণ দিতে পারে।’
কথাটা শুনে, সঙ্গে সঙ্গে পতিদেবতা প্রশ্ন করলেন, ‘তাই যদি হয়, দুটো আনারসই না হয় নিয়ে আসি তোমার মার জন্য?’

[রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়]

লেখাটি পাঠিয়েছেন: সুমন দাস

Share this:

ABOUTME

শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment