বাংলাদেশের পতাকাটা লালসবুজে আঁকা
এই পতাকায় তোমার আমার স্বপ্নগুলো রাখা।
একাত্তুরে এই পতাকাই একটি জাতিকে
দিয়েছিলো স্বাধীনতার দলিলখানা লিখে।
সেই দলিলটা হাতে নিয়ে অযুত বাঙালি
বুকের রক্তে বাংলা মায়ের হৃদয় রাঙালি।
স্বাধীন দেশে এই পতাকার কোন অপমান
সইবো না কো থাকতে কোন বীর বাঙালির প্রাণ।
এই পাতাকাই সার্বভৌম বাংরা চিরদিন
এই পতাকা বিশ্বসভায় উড়বে অমলিন।
এই পতাকায় তোমার আমার স্বপ্নগুলো রাখা।
একাত্তুরে এই পতাকাই একটি জাতিকে
দিয়েছিলো স্বাধীনতার দলিলখানা লিখে।
সেই দলিলটা হাতে নিয়ে অযুত বাঙালি
বুকের রক্তে বাংলা মায়ের হৃদয় রাঙালি।
স্বাধীন দেশে এই পতাকার কোন অপমান
সইবো না কো থাকতে কোন বীর বাঙালির প্রাণ।
এই পাতাকাই সার্বভৌম বাংরা চিরদিন
এই পতাকা বিশ্বসভায় উড়বে অমলিন।
[--মুহম্মদ নূরুল হূদা]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment