স্বাগতম

শিশু-কিশোরদের জগতে

ক্লাসের পড়া

বয়স ভিত্তিক পড়া

বিজ্ঞান পড়া

যেমন খুশি তেমন পড়া

ইংরেজি শেখা

ছড়া: ষোল কৈ

ষোল কৈ ষলুয়ে,
দুটা গেল তার পালিয়ে।
তবুও ত থাকে চৌদ্দ?
দুটা নিয়েছে বেড়াল বৈদ্য।
তবুও ত থাকে বার?
হারিয়ে গেল দুটা আরো।
তবুও ত থাকে দশ?
দুটা দিয়ে কিনেছি রস।
তবুও ত থাকে আট?
দুটা দিয়ে কিনেছি কাঠ।
তবুও ত থাকে ছয়?
ঘরে আছে মেনি বিড়াল,
তার জন্যে দুটা রয়!
তবুও ত থাকে চার?
জলে গেল দুটা তার।
তবুও ত থাকে দুিই?
ঘরে আছে রোগা ছেলে,
তার জন্য একটা থুই।
তবুও ত থাকে এক?
চক্ষু খেয়ে পাতের দিকে চেয়ে দেখ!
আমি যাই মানুষের ঝি,
তাই, একে একে হিসাব দি!
তুই যদি হ’স ভাল মানুষের পো,
তবে, কাঁটাখান খেয়ে, মাছখান
আমার জন্যে থো!

Share this:

ABOUTME

শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment