ঠনঠনাদের গোঁফ ছিল খুব বড়,
কেউ দেখেনি কান্ড এমনতর।
সেই গোঁফ সে ছেলেমেয়ে নিয়ে
রোজ বিকেলে সিনেমাতে গিয়ে
দেখিয়ে দিত মজার মজার ছবি,
বলত, ওরে সহজ এসব সবই।
করত টিকেট
একখানা সে একা,
বিনিপয়সায়
বাহাদুরির দেখা।
[-- ফয়েজ আহমেদ]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment