তখন গৃহস্থ চোর ধরিবার এক ফন্দি আঁটিল। সে খুব চুপ-চুপ কুমড়ার মাচার বাঁশ ধরিয়া ঝুলিয়া রহিল। চোরেরা অন্ধকারে তাহা দেখিতে পাইল না। তাহাড়া বড় কুমড়া খুজিতে খুজিতে শেষে একটি বড় কুমড়া পাইল। চোর তাহার ভাইকে বলিল-- ভাই খুব বড় একটা কুমড়া পাইয়াছি। অন্য চোর বলিল-- দেখিস বড় কুমড়াটা পচা কিনা? চোর অন্ধকারে টিপিয়া টুপিয়া দেখিল- কুমড়াটা পচা নয়-বেশ টাটকা আছে। কুমড়াটা এতো ভারি যে, দুই চোরে তাহা কাঁধে তুলিয়া রওনা হইল। এক চোরে অপর চোরকে কহিল-- ধ্যাৎ! কী পচা কুমড়া আনলি? বাকল ছিঁড়িয়া ভিতরের পচা দুর্গন্ধময় পানি গায়ে মাথায় পড়িল।
চোর জবাব দিল- আমি তো পচা কুমড়া আনি নাই- ভালো করিয়া টিপিয়া টুপিয়া দেখিয়া আনিয়াছি। তখনি চোরেরা ধপাত্ শব্দে কুমড়াটা মাটিতে ফেলিয়া দিল। গৃহস্থ মাটিতে পড়িয়া ‘ক্যাঁক’ করিয়া উঠিল। চোরেরা দৌড়াইয়া পালাইল। চোরেরা বাড়ি ফিরিয়া বাতি দিয়া দেখিল সারা শরীরে আমাশয় রোগীর পাতলা পায়খানা লাগিয়া আছে।
গৃহস্থ কুমড়া সাজিয়া চোর ধরিতে পারিল না। কিন্তু ইহার পর তাহার আর কুমড়া চুরি হয় না।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment