গোপালের পিতৃ-বিয়োগ হয়েছে। তার গলায় কাছা দেখে এক কান্ডজ্ঞানশূণ্য ভট্টাচার্য তাকে পরিহাস করে বললেন, আহা গোপাল। তোমাকে এ অবস্থায় দেখে আমি আর স্থির থাকতে পারছি না। তোমার দুঃখ দেখে আমার কান্না পাচ্ছে। গোপাল সঙ্গে সঙ্গেই উত্তর করল, পাবেই তো! আমার বাবা কখনো মিথ্যে বলতেন না, সৎলোক ছিলেন কিনা। তিনি বলে গিয়েছেন, আমি মলে তোর দুঃখে শেয়াল কুকুর কাঁদবে। অতএব আপনার মত লোক কাঁদবে না ত কে কাঁদবে।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment