মোরগ বলে - আমারো খুব ইচ্ছা করে, মাঝে মাঝে তোমার মতো তোমার মতো বিশ্রাম নিতে। কিছু না করি।
কাক বলে - ইচ্ছা হলে ঝিমাও। কেউ তো আর মানা করেনি।
তখন মোরগ বসে বসে বিশ্রাম নিতে লাগলো। আহা বিশ্রামে কী শান্তি!
কাছাকাছি একটা শিয়াল ছিল ওৎ পেতে। মোরগটাকে বিশ্রাম নিতে দেখে সে সুযোগ বুঝে আক্রমন করলো আর মোরগটা কে মুখে নিয়ে ছুটে পালালো।
উপদেশ: তোমার কর্তব্যের উপর নজর দাও এবং তা সঠিকভাবে সম্পূর্ন কর। যদি বিশ্রাম নিতে চাও, তবে তখনই নাও যখন তুমি উন্নতির চরম শিখরে পৌছে যাবে।
[লেখাটি পাঠিয়েছেন: গোলাম মওলা আকাশ]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment