স্বাগতম

শিশু-কিশোরদের জগতে

ক্লাসের পড়া

বয়স ভিত্তিক পড়া

বিজ্ঞান পড়া

যেমন খুশি তেমন পড়া

ইংরেজি শেখা

হুঁকোমুখো হ্যাংলা


হুঁকোমুখো হ্যাংলা       বাড়ী তার বাঙলা
      মুখে তার হাসি নাই ,দেখেছ?
নাই তার মানে কি?      কেউ তাহা জানে কি?
      কেউ কভু তার কাছে থেকেছ?

শ্যামাদাস মামা তার       আপিঙের থানাদার ,
      আর তার কেউ নাই এছাড়া-
তাই বুঝি একা সে       মুখ খানা ফ্যাকাশে,
      ব'সে আছে কাঁদ কাঁদ বেচারা?

থ্প থ্প পায়ে সে       নাচত যে আয়েসে,
      গাল ভরা ছিল তার ফুর্তি,
গাইত সে সারাদিন       "সারে গামা টিম্ টিম্ ,
      আহ্লাদে গদ-গদ মূর্তি!

এই তো সে দুপু'রে       বসে ওই উপরে,
      খাচ্ছিল কাঁচকলা চটকে-
ওর মাঝে হল কি?       মামা তার মোলো কি?
      অথবা কি ঠ্যাং গেল মটকে?

হুঁকো মুখো হেঁকে কয়,       আরে দূর, তা তো নয়,
      দেখ্ছ না কি রকম চিন্তা?
মাছি মারা ফন্দি এ       যত ভাবি মন দিয়ে-
      ভেবে ভেবে কেটে যায় দিনটা।

বসে যদি ডাইনে,       লেখে মোর আইনে-
      এই ল্যাজে মাছি মারি এস্ত;
বামে যদি বসে তাও,       নাহি আমি পিছপাও,
      এই ল্যাজে আছে তার অস্ত্র!

যদি দেখি কোন পাজি       বসে ঠিক মাঝামাঝি,
      কি যে করি ভেবে নাহি পাইরে-
ভেবে দেখি একি দায়,       কোন্ ল্যাজে মারি তায়
      দুটি বই ল্যাজ মোর নাই রে!

[--সুকুমার রায়]

Share this:

ABOUTME

শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment