বয়সের দিক দিয়ে ঝুয়াং একটু বড়। ওর রঙ ধূসর। কিয়াং ছোট হলেও চালাক বেশি। সে তুলনায় ঝুয়াংটা একটু বোকাই বটে। আগে যেখানে থাকতো সেখানে কঠিন বৃষ্টি হয়। তারা যে বাসায় থাকত ঐ বাসায় পানি উঠে। বন্যা থেকে বাঁচার জন্য দুই বন্ধু অন্য বাসায় ঢুকে। ওরা শরীর ছোট। তাই গেটে দারোয়ান থাকলেও সে খেয়াল করে না।
তখন রাত। রাত বাড়ছে। কিন্তু বাসার ছোট ছেলেটার চিল্লা চিল্লির কারণে বাসার কেউ ঘুমাতে পারছে না। আর এদিকে কিয়াং ঝুয়াং কোণায় আটকে আছে। ঘরের সবাই ঘুমানোর আগে বের হওয়া যাচ্ছে না। কি যে মুসিবত।
ছেলেটা কেঁদেই যাচ্ছে। সে মিমি খাবে।
বাবা বুঝাচ্ছে, বাবা কাল কিনে দেবো।
নাহ পিচ্ছি ছেলেটা বুঝে না। সে বলে এখন লাগবে।
-এখন তো দোকান বন্ধ হয়ে গেছে। দোকানদার ঘুমাতে চলে গেছে।
- নাহ আমার এখন লাগবে।
কিছুতেই বুঝানো যায় না।
মা একটা থাপ্পর দিয়ে বসেন।
বাবা রাগ করেন। তুমি থাপ্পর দিলে কেন? পিচ্ছি ছেলে।
বাবা ছেলেকে গল্প বলেন। গল্প বলা শুরু করতেই ছেলের কান্না থেমে যায়। এক সময় ঘুমিয়ে পড়ে।
ইঁদুর দুইটি এগুলো শুনছিল। যখন সব থেমে যায় তখন দুইজনই বেরিয়ে আসে।
ওরা এখন পাকঘরে।
কিয়াং বলে, ঝুয়াং তুমি কোথায় থাকবে?
ঝুয়াং উত্তর দেয়, কেন এখানে।
-আরে এখানে তো ময়লা। পাক ঘরে কেউ থাকে নাকি? তুমি ড্রয়িং রুমে চলে যাও। সেখানে সোফা আছে। তার উপর আরাম করে থাকতে পারবা।
বোকা ঝুয়াং তা মেনে নেয়। আসলে তো। ড্রয়িং রুমে থাকলে ভাল। সেখানে আরাম।
কিয়াংয়ের মনে অন্য কিছু। পাকঘরের খাবার গুলো একা খেতে পারবে। ঝুয়াং ড্রয়িং রুমে চলে যাওয়ার পর ও স্বাধীন ভাবে খাওয়া শুরু করে। যা যা আছে সব গুলোতে মুখ দেয়। যতটুকু না খায় তার চেয়ে বেশি এলেমেলো করে।
খাওয়া শেষ হলে ড্রয়িং রুমে যায়। দেখে ঝুয়াং নাক ডেকে ঘুমাচ্ছে। কিয়াংয়ের পেট ভরা। ওরও ঘুম আসে। ও ঝুয়াংয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে।
এদিকে সকাল বেলায় মহিলা উঠে পাকঘরে অবস্থা দেখেন। চোখ কপালে উঠে। পাক ঘরটা সম্পূর্ণ এলেমেলো করে দিয়েছে। নিশ্চয় কোন পাজি ইদুর করছে। হাতের কাছে লাঠিটা নেন। পাজিটাকে দেখলেই মারবেন। এত নষ্ট যে করছে তাকে এম্নেই ছেড়ে দেওয়ার কোন মানে হয় না।
অন্যদিকে ক্ষুধায় ঝুয়াংয়ের ঘুম ভেঙে যায়। সে দেখে পাশে কিয়াং শুয়ে আছে। কিয়াংকে ডাক দেয়। এই কিয়াং উঠো। আমার খিদা লাগছে।
-উহু। বিরক্ত করছো কেন? পাকঘরে যাও। সেখানে খাবার আছে অনেক ভাল ভাল।
-তুমি যাবে না?
-নাহ আমি এখন ঘুমাবো। আমি আরো পরে খাবো।
ঝুয়াং পাকঘরে যায়। খেতে যাবে এসময় মহিলা দেখে ফেলে। সাথে সাথে লাঠি দিয়ে বাড়ি মারেন।
ঝুয়াংয়ের মাথা ফেটে যায়। মহিলা থামেন না। আরো কয়েকটা বাড়ি মারেন। ঝুয়াং মারা যায়।
[লেখাটি পাঠিয়েছেন: গোলাম মওলা আকাশ]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment