গোপাল বলে- সে কৃষ্ণচন্দ্রের সভায় যোগ দেওয়ার আগে সৈন্য দলে যোগ দিয়েছিল। গোপাল ও দুএকজন সৈন্য একদিন তালগাছতলায় বসে নিজেদের বীরত্বের বড়াই করছিল। তখন নবাবী আমল বলে যুদ্ধও মাঝে মাঝে করত হল নাইলে চলত না।
প্রথম সৈন্য গোপালকে বললে, সেবার যুদ্ধে তুইকটা সৈন্যকে মারতে পেরেছিলি, না পারিসনি?
গোপাল ঢোক গিলে বলল, জানিস তো আমী ভীষণ সাহসী ও বীর, লড়াই হতে হতে শত্রুরা যখন পালাচ্ছে তখন আমি সাহসের সঙ্গে অগ্রসর হয়ে তরোয়ালের আঘাতে পাঁচজন শত্রু সৈনের পা কেটে ফেলেছিলুম।
দ্বিতীয় সৈন্যঃ আগে মাথা না কেটে পা কাটলি কেন?
গোপালঃ মাথা থাকলে তো মাথা কাটব? মাথা না খুঁজে পেয়েই তো পা কেটে ফেলেছিলুম। তাদের মাথা যে আগেই কেউ কেটে ফেলেছিল। তাই মাথা না পেয়ে পা কেটে উড়িয়ে দিলাম, শত্রু খতম করতে না পারলে যে চাকরী থাকতো না বাছাধন।
প্রথম সৈন্য গোপালকে বললে, সেবার যুদ্ধে তুইকটা সৈন্যকে মারতে পেরেছিলি, না পারিসনি?
গোপাল ঢোক গিলে বলল, জানিস তো আমী ভীষণ সাহসী ও বীর, লড়াই হতে হতে শত্রুরা যখন পালাচ্ছে তখন আমি সাহসের সঙ্গে অগ্রসর হয়ে তরোয়ালের আঘাতে পাঁচজন শত্রু সৈনের পা কেটে ফেলেছিলুম।
দ্বিতীয় সৈন্যঃ আগে মাথা না কেটে পা কাটলি কেন?
গোপালঃ মাথা থাকলে তো মাথা কাটব? মাথা না খুঁজে পেয়েই তো পা কেটে ফেলেছিলুম। তাদের মাথা যে আগেই কেউ কেটে ফেলেছিল। তাই মাথা না পেয়ে পা কেটে উড়িয়ে দিলাম, শত্রু খতম করতে না পারলে যে চাকরী থাকতো না বাছাধন।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment