একদিন এক রাজপুত্র আর সুনীল বিকেলে খেলতে বেরিয়েছে। রাস্তায় তারা দেখল একজন গরীব বৃদ্ধা পথের ধারে শুয়ে রয়েছে।রাজপুত্র এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল “তুমি এখানে শুয়ে আছো কেন? কত গাড়ী চলছে,সরে যাও ,ওঠ এভাবে রাস্তায় শুয়ে থেকনা,দুর্ঘটনা ঘটতে পারে”।
-“আমার নড়াচড়া করার শক্তি নেই বাবা,তিনদিন হল আমি কিছু খাইনি”...বৃদ্ধার কথায় খুব দুঃখ হল রাজার। সে এক দৌড়ে বাড়ি গেল, মাকে গিয়ে বলল,”আমায় কিছু খেতে দেবে মা?”রাজপুত্রের মা ছেলেকে কয়েকটা কেক,বিস্কুট আর মিষ্টি দিলেন। রাজপুত্র সেগুল নিয়ে দে ছুট। বৃদ্ধার কাছে এসে বলল “এই নাও ওঠ ,খেয়ে নাও এগুলো”।বৃদ্ধা পরম তৃপ্তি দিয়ে খাবারগুলো খেয়ে রাজপুত্রকে অনেক আশীর্বাদ করলেন “তুমি বড় ভাল ছেলে বাবা, ভগবান তোমার মঙ্গল করুন”। বাড়ি ফিরে রাজপুত্র তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে মা বললেন, “আমি খুব গর্ববোধ করছি সোনা আমার , এমনিভাবেই সবসময় তুমি গরীবদের সাহায্য করবে”। রাজপুত্র বলল “আমি প্রাণপণ চেষ্টা করব মা”।
আবীরা মুখার্জী
বয়স: ৮
আবীরা মুখার্জী
বয়স: ৮
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment