স্বাগতম

শিশু-কিশোরদের জগতে

ক্লাসের পড়া

বয়স ভিত্তিক পড়া

বিজ্ঞান পড়া

যেমন খুশি তেমন পড়া

ইংরেজি শেখা

রামগরুড়ের ছানা

রামগরুড়ের ছানা          হাসতে তাদের মানা,
           হাসির কথা শুনলে বলে,
          "হাসব্ না-না, না-না"।
সদাই মরে ত্রাসে-          ঐ বুঝি কেউ হাসে!
           এক চোখে তাই মিট্‌মিটিয়ে
           তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে          আপনি বকে বকে
           আপনারে কয়, "হাসিস্ যদি
           মারব কিন্তু তোকে!"

যায় না বনের কাছে,          কিম্বা গাছে গাছে,
           দখিন হাওয়ার সুড়সুড়িতে
           হাসিয়ে ফেলে পাছে!
সোয়াস্তি নেই মনে-          মেঘের কোণে কোণে
           হাসির বাষ্প উঠ্‌ছে ফেঁপে
           কান পেতে তাই শোনে।
ঝোপের ধারে ধারে          রাতের অন্ধকারে
           জোনাক্ জ্বলে আলোর তালে
           হাসির ঠারে ঠারে ।
হাসতে হাসতে যারা          হচ্ছে কেবল সারা
           রামগরুড়ের লাগছে ব্যথা
           বুঝছে না কি তারা?
রামগরুড়ের বাসা          ধমক দিয়ে ঠাসা,
           হাসির হাওয়া বন্ধ সেথায়
           নিষেধ সেথায় হাসা।

[--সুকুমার রায়]

Share this:

ABOUTME

শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment