এবং বুড়ির সাথে সাথে তার গন্তব্য পর্যন্ত গেলেন। বুড়ি খুব খুশি হলেন।বুড়ি তাকে জিজ্ঞাসা করলেন।
‘বাবা তোমার বাড়ি কোথায়?’
ব্যাক্তি বললেন, ‘মক্কায়।’
বুড়ি, ‘এখন কোথায় যাবে?’
ব্যাক্তি বললেন, ‘মক্কায়।’
বুড়ি তাকে বললেন, ‘সর্বনাশ! তুমি মক্কাতে যেওনা।মক্কাকে আবদুল্লার পুত্র মোহাম্মদ(স:) দখল করতে আসছে। আমি শুনেছি সে খুব খারাপ লোক।সে মক্কার সব মানুষকে হত্য করবে।সে তোমাকেও হত্যা করবে। তার হাত হতে বাচার জন্যই- ত আমরা পালিয়ে এসেছি। তবে তুমি খুব ভাল মানুষ।তোমরা মত ভাল লোক এখন আর দেখা যায় না। আমার অনেক বড় উপকার করলে তুমি ‘
‘বাবা তোমার নামটা কি?’
ব্যাক্তি বললেন, ‘মোহাম্মদ ।’
বুড়ি অবাক হয়ে গেলেন।
‘তুমি কি আবদুল্লহর পুত্র মোহ্ম্মদ(স:)?’
ব্যাক্তি উত্তর দিলেন, ‘হ্যাঁ।’
বুড়ি বললেন, ‘আমি যা শুনেছিলাম তুমি ত মোটেই তেমন নও।’
বুড়ি রাসুল(স:) আচরনে মুগ্ধ হয়ে তখনি ইসলাম গ্রহনকরলেন।
[লেখাটি পাঠিয়েছেন: গোলাম মওলা আকাশ]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment