গোপাল একদিন মহারাজকে বলল, মহারাজ আরব মহাদেশের এক দ্বীপে একটি প্রথা আছে। সেখানে লোক মরলে তার কবরের ভিতর টাকা দেওয়া হয়। কারণ ষুঘ না পেলে তো স্বর্গে ঢুকতে দেবে না; তা ছাড়া তার কাপড়ের ভিতরে পাদ্রীর একখানা প্রশংসাপত্রও দেওয়া হয়। মৃত ব্যক্তি যে সাধুসজ্জন ছিল, সে স্বর্গে যাওয়ার যোগ্য পাত্র, তাই লেখা থাকে সে পত্রে। যেমন প্রশংসাপত্র আর ঘুষ, এ দুটো না হলে কোনও চাকরি হয় না পৃথিবীতে স্বর্গে যেতে হলেই বা তা লাগবে না কেন? অতএব মহারাজ আমি মরলে আমাকেও আপনি সার্টিফিকেট দেবেন যাতে স্বর্গ যেতে পারি। আপনার সার্টিফিকেটের জোরেই আমি স্বর্গে যেতে পারব- আপনি ভাল করে যমরাজকে লিখে দেবেন, যাতে আমর স্বর্গে ঢুকতে কোনও অসুবিধা না হয়। মহারাজ ও সভাসদরা হেসেই খুন গোপালের কথা শুনে।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment