ম্যাগডিবার্গ গোলকের গল্প তোমরা সবাই জানো যেখানে দুটি গোলকের ভেতর থেকে বাতাস বের করে নেবার পর ঘোড়া দিয়ে টেনেও সেই গোলকদুটি খোলা যায় নি। সেরকম একটা পরীক্ষা তুমিও করতে পারবে। দুটি এক রকম গ্লাসের মাঝখানে ফুটোওয়ালা এক টুকরো ভিজে কাগজ রেখে যদি নিচের গ্লাসে একটা মোমবাতি জ্বালিয়ে দেয়া যায় দেখবে মোমবাতিটি বাতাসের পুরো অক্সিজেন শেষ করার পর নিভে যাবে। এতে ভেতরে খানিকটা শূন্যতা তৈরী হবে আর তুমি এত সহজে গ্লাস দুটি টেনে আলাদা করতে পারবে না।

ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment