এক জায়গায়, অনেকগুলি ময়ূরের পালক পড়ে ছিল। এক দাঁড়কাক,সে গুলো দেখে মনে মনে ভাবলো, আমি যদি এই ময়ূরের পালকগুলি আমার পাখায় বসিয়ে দেই তবে আমাকেও ময়ূরের মত সুন্দর দেখাবে। এই ভেবে, দাঁড়কাক ময়ুরের পালকগুলো নিজের পাখায় বসিয়ে দিল। তারপর অন্য দাঁড়কাকদের কিাছে গিয়ে বলল, তোরা অনেক নিচ আর কুশ্রী দেখতে, আমি তোদের সাথে থাকবো না। এই বলে গালাগালি করে তাদের দাঁড়কাকদের কাছে থেকে চলে গিয়ে ময়ূরের দলে যোগ দিল।
ময়ুরের দলে যোগ দেওয়া মাত্র ময়ুররেরা বুঝতে পারলো, দাঁড়কাকটি আসলে ময়ুর না, দাঁড়কাক।তাই ময়ুরেরা সবাই মিলে দাঁড়কাকের শরীর হতে একটি একটি করে পালক খুলে ফেলল।তার দাঁড়কাককে বোকা ভেবে ঠোঁটের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করতে লাগল। ময়ুরের ঠোকর খেয়ে দাঁড়কাক দেখানে থেকে উড়ে পালিয়ে গেল আর তার পুরো দলে ফিরে আসলো। যখন দাঁড়কাক তার দলে ফিরে আসলো তখন দলের অন্য কাকও তাকে তিরস্কার করে দল থেকে বের করে দিল।
উপদেশঃ যার যা অবস্থা, তা নিয়েই খুশি থাকা ভাল।
ময়ুরের দলে যোগ দেওয়া মাত্র ময়ুররেরা বুঝতে পারলো, দাঁড়কাকটি আসলে ময়ুর না, দাঁড়কাক।তাই ময়ুরেরা সবাই মিলে দাঁড়কাকের শরীর হতে একটি একটি করে পালক খুলে ফেলল।তার দাঁড়কাককে বোকা ভেবে ঠোঁটের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করতে লাগল। ময়ুরের ঠোকর খেয়ে দাঁড়কাক দেখানে থেকে উড়ে পালিয়ে গেল আর তার পুরো দলে ফিরে আসলো। যখন দাঁড়কাক তার দলে ফিরে আসলো তখন দলের অন্য কাকও তাকে তিরস্কার করে দল থেকে বের করে দিল।
উপদেশঃ যার যা অবস্থা, তা নিয়েই খুশি থাকা ভাল।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।
0 comments:
Post a Comment