তখন আমি স্কুলের মাঝারি ক্লাসের ছাত্র, সেভেন এইট হবে। আমাদের সংস্কৃতের সেকেন্ড পন্ডিত ছিলেন অত্যন্ত রগচটা প্রকৃতির ছেলে, রীতিমতো মারকুটে স্বভাব। একদিন ‘পঞ্চতন্ত্র’ পড়াতে পড়াতেই বোধ হয় তিনি প্রশ্ন করলেন, ‘রাসভ মানে কি?’
ক্লাসে কেউই পারল না মানেটা বলতে। তখন পন্ডিতমশাই আদেশ করলেন, ‘এই শ্রেণীকক্ষে যারা রাসভ রয়েছ, সবাই উঠে দাঁড়াও।’
কেউই উঠতে পারল না।আমার যে কী খেয়াল হল আমি প্রায় কিছু না বুঝে একাই উঠে দাঁড়ালাম। তখন কি আর জানতাম যে রাসভ মানে গাধা, তা হলে কি উঠে দাঁড়াই।
পন্ডিতমশাই বললেন, ‘তুমি দাঁড়ালে যে, তুমি কি রাসভ?’
আমি বিনীতভাবে বললাম, ‘আপন দাঁড়িয়ে আছেন তাই দাঁড়ালাম।’
পন্ডিতমশাই রেগে গেলেন, ‘তা হলে এই শ্রেনীকক্ষে তুমি আর আমি দু’জনে রাসভ। আমাদের চার চরণ কোথায়?’
আমি ভয়ে ভয়ে বললাম, ‘স্যার, আমার দুই চরণ আর আপনার দুই চরণ, এই নিয়ে চার চরণ।’
এবার পন্ডিতমাশাই খেপে গেলেন,... আমাকে মারতে লাগলেন। অর্ধেক গর্ধভত্বের রাগে তিনি দিশেহারা হয়ে পেটালেন।
গাধামির জন্যে জীবনে বহুবার বহুরকম মার খেয়েছি কিন্তু অমন পিটুনি আর খাইনি।
[রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়]
লেখাটি পাঠিয়েছেন: সুমন দাস
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।
0 comments:
Post a Comment