হাসতে থাকে মিহি ঘোড়ার মতো চিঁহি
হাসির চোটে গাছের ডালে বসে,
দেখলো ভারি পেট ভরা তার রসে।
প্রশ্ন কর গিয়ে: হাসার কারন কী হে?
বলবে হেসে: হাসছি কোথায় ওরে?
আকাশ ভরা মেঘে তাই দেখে সে রেগে
হাত গুটিয়ে ভীষণ পাকায় মুঠী
গরুর মতো ড্যাবাড্যাবা চোখ দুটি।
বলবে কেহ ডেকে: রাহলে কী হে দেখে?
বলবে রেগে: না তো মিথ্যে যত--
বসে আছি শান্ত ছেলের মতো।
রামছাগলের ঘাড়ে দেখবে যখন তারে,
তখন যদি প্রশ্ন কর এসে:
ছাগল চড়ে চলছ কোন এক দেশে?
কান দুলিয়ে তার আর বাঁকিয়ে ঘাড়
বলবে: না তো বলিস কী রে তোরা?
এটা যে মোর আর দেশের ঘোড়া!
সন্ধে-দুপুর ভোরে তিন রাস্তার মোড়ে
ঘোড়ামুখোর গানের ছোটে খৈ--
গাধার মতো করবে সে হৈচৈ।
বলবে: হে শ্রীমান, গাইছ কে গান?
বলবে: কোথায় গাইছি আমি ভাই,
ছ’মাস হল মুখে যে রা নাই।
ধিনা ধিনা ধিন করে সদর রাস্তা ধরে
চলতে থাকে হয়তো কারুর পিছু।
সবাই ভাবে কাজ রয়েছে কিছু।
কিন্তু যদি বল: অমনি কেন চল?
বলবে: না তো! ভীষণ আড়ি দিয়ে
ন’দিন যাবৎ রইছি যে দাঁড়িয়ে
[--ফয়েজ আহমদ]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment