ইঁদুর রাজার জানতে নাহি বাকি
রাজ্যে তাহার বিড়াল এসে নাকি
খাচ্ছে ইঁদুর ঘারে চড়ে চড়ে।
এই শুনে তো রেগে রাজা;
দস্যুটাকে দিতেই হবে সাজা,
নইলে আমি রাজা কেমন করে?
চলেন রাজা সেনাপতির মেতো
যুদ্ধে নিয়ে ইঁদুর সেনা যত
ঢাল-তলোয়ার সব সেনাদের মুঠে।
যেই গিয়েছে একটু দূরে তারা
‘মেও’ করে কে করল পিছু তাড়া-
বীর সেনারা পালায় সব ছুটে।
[--ফয়েজ আহমদ]
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment