স্বাগতম

শিশু-কিশোরদের জগতে

ক্লাসের পড়া

বয়স ভিত্তিক পড়া

বিজ্ঞান পড়া

যেমন খুশি তেমন পড়া

ইংরেজি শেখা

বাপ কা বেটা

গোপালের পাশের গ্রামে একটা বড় মেলা হয়। গোপালের ছেলে ও মেয়ে বাপের সঙ্গে মেলায় গিয়েছিল, ভিড়ের ঠেলায় দুজনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় গোপালের ছেলে চিৎকার করে ডাকতে ডাকতে লাগল, গোপাল ও গোপাল। আমি এদিকে আছি তুমি কোথায় সাড়া দাও। শীঘ্র এখানে এস।

ছেলের ডাক শুনে গোপাল ছেলেকে রেগেমেগে বললে, নাম ধরে ডাকছিস যে? বাপ বলে ডাকতে বুঝি লজ্জা পায় তোর? গোপালের ছেলে বললে, ভিড়ের মধ্যে বাবা বাবা বলে ডাকি-আর অন্য কেউ সে ডাকে সাড়া দিয়ে আমার বাপ হয়ে বসুক আর কি? এটাই কি তুমি চাও নাকি।

ছেলের জবাব শুনে গোপালকে খুশি হয়েই ‍তার যক্তির প্রশংসা করতে হল। ভাবল, হ্যাঁ, বাপকা বেটা, ঠিকই হয়েছে। ছেলেকে গোপাল পিঠ চাপড়ে বললে, ঠিক কথাই বলছিস বেটা। এই বলে ছেলের বাহাদুরিতে বাপ বেটা দুজনেই হাসতে লাগল।

Share this:

ABOUTME

শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment