একবার এক ভটচার্জি বামুনের সঙ্গে গোপালের জোর তর্ক বাধে। বামুন গোপালের ওপর প্রচন্ড রেগে গিয়ে বললে মরে গেলে আমি স্বর্গে যাব- আর তুই মরলে নরকে যাবি গোপাল, বামুনের মুখের উপর তর্ক করে এমন মিথ্যে বলার ফল ফলবে।
গোপাল মুচকি হেসে বামুনকে বললে, স্বর্গে যাবার ভাড়া কত তা জানেন? স্বর্গে যাব বললেই যাওয়া হয় না, মুরোদ থাকা চাই।
স্বর্গে যাবার জন্য আবার ফেরি ভাড়া দিতে হয় নাকি?
বা রে, নৌকো ভাড়া না করলে আগেই পড়ে বৈতরনী। সে নদি পার হবেন কি করে? যান আগে কড়ি যোগাড় করুন, তবে তো স্বর্গে যাবেন। বরং নরকে তলিয়ে যাওয়া সোজা, আরামের।
গোপাল মুচকি হেসে বামুনকে বললে, স্বর্গে যাবার ভাড়া কত তা জানেন? স্বর্গে যাব বললেই যাওয়া হয় না, মুরোদ থাকা চাই।
স্বর্গে যাবার জন্য আবার ফেরি ভাড়া দিতে হয় নাকি?
বা রে, নৌকো ভাড়া না করলে আগেই পড়ে বৈতরনী। সে নদি পার হবেন কি করে? যান আগে কড়ি যোগাড় করুন, তবে তো স্বর্গে যাবেন। বরং নরকে তলিয়ে যাওয়া সোজা, আরামের।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment