গোপালের বাড়িতে একটা অল্পবয়েসী চাকর ছিল। সে ছিল খুব সরল। কখনও ছল, চাতুরী মারপ্যাঁচ ধরত না। পাওনাদারের ডাকাডাকিতে গোপাল অস্থির হয়ে একদিন চাকরকে বললে বলগে যা, আমি বাড়ি নেই। বুঝলি? ঠিক মত বলবি যেন ভুলে না যাস। যদি ভুল করিস এলে গলাধাক্কা খাবি মনে থাকে যেন।
চাকরটা বড়ই প্রভুভক্ত। সে তখনই পাওনাদারদের কাছে গিয়ে বললে, বুঝেছেন, বাবু বললেন যে, তিনি এখন বাড়িতে নেই। শুনেই পাওনাদার যা বোঝার বুঝল ও আকর্ণ হাসিতে বদন ভরিয়ে ফেলল এবং না হেসে থাকতে পারল না।
চাকরটা বড়ই প্রভুভক্ত। সে তখনই পাওনাদারদের কাছে গিয়ে বললে, বুঝেছেন, বাবু বললেন যে, তিনি এখন বাড়িতে নেই। শুনেই পাওনাদার যা বোঝার বুঝল ও আকর্ণ হাসিতে বদন ভরিয়ে ফেলল এবং না হেসে থাকতে পারল না।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment