রাস্তা দিয়ে গোপাল একদিন যাচ্ছিল, যেতে যেতে দুজন ভদ্রলোকের সঙ্গে হঠাৎ পথেই দেখা। একজন গোপালের চেনা জানা, সেই ভদ্রলোক গোপালকে অন্য ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি একজন বিরাট পন্ডিত ইনি তোর মত ষাঁড়ের গোবর নন, এর নাম পন্ডিত দিগগজ ভট্টাচার্য্ । একেবারে বিদ্যের আস্ত একখানা জাহাজ আর মধ্যে আছে। ভদ্রলোকের কথা শুনে গোপাল মুচকি হেসে বললে, জাহাজ তো এখানে কেন? সাগর জলে ভাসিয়ে দিন না তা হলে।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment