সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর এক লোক। জোর করে সে অন্যের গাছ কেটে ফেলতো। কাঠ কেটে নিয়ে আসত আর বিক্রির সময় দাম হাঁকত অনেক বেশি।
কেউ কেউ বলত: আব্দুল, মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না। গুরুজনেরা উপদেশ দিত, নিন্দুকেরা নিন্দা করত। কিন্তু আব্দুল কোনকিছু গ্রাহ্যই করতো না।
একদিন, একজন লোক তাকে বলল: আব্দুল, গরিবদের ওপর অত্যাচার করো না। গরিবের চোখের অশ্রুতে যে অভিশাপ একদিন তার শাস্তি তোমাকে পেতেই হবে।
আব্দুল নির্বিকার।
এসব কথা তার কানেই ঢোকে না। বরং সে বিরক্ত হয়। একদিন ঘটলও এক দুর্ঘটনা। আব্দুলের কাঠের দোকানে আগুন লেগে গেল। দাউ দাউ করে আগুনের শিখা ছড়িয়ে পড়ল নীল আকাশে। আব্দুলের সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আব্দুলের এই দুঃখে সমব্যাথী হল না। কেউ এসে তার পাশে দাঁড়াল না।
আব্দুল বুক চাপড়ে হায় হায় করতে লাগল।
হায়, হায়, আমার কী হল!
আজ সেই লোকটি আব্দুলের কাছে এসে বলল: আব্দুল, মনে রেখো তুমি এতদিন অত্যাচারের আগুন জ্বালিয়েছিলে লোকের মনে , সেই আগুনেই সব পুড়ে ছাই হয়ে গেল।অত্যাচারী ব্যক্তি কখনও সুখী হতে পারে না। তাকে একদিন শাস্তি ভোগ করতেই হয়।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment