সূর্যের আলোর মধ্যে সাতটি রং থাকে। যদিও তোমরা তা খালি চোখে দেখতে পাবে না। যদি তুমি সূর্যের আলোকে একটি তিনকোণা কাঁচ খন্ডের (প্রিজম) মধ্যে দিয়ে পরিচালনা করাও তবেই তুমি সূর্যের সাতটি রং দেখতে পাবে। যেমন: বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল। বিজ্ঞানের ভাষায় এই সাতটি রং-কে একসাথে ‘বেনীআসহকলা’ বলে। তুমি বাগান থেকে একটি লাল গোলাপ ফুল তুলে আনো। তুমি কি জানো কেন গোলাপটি লাল দেখাচ্ছে? এর কারন হলো, সূর্যের আলো যখন গোলাপটির উপড় পড়ছে তখন গোলাপটি সব রং শোষন করে শুধু লাল রংয়ের আলো বিচ্ছুরিত করে আর সেই লাল আলো তোমার চোখে এসে পরে বলেই তুমি গোলাপ ফুলটিকে লাল দেখছো। ঠিক তেমনিভাবে আকাশে কোটি কোটি ধূলিকণা ঘুরে বেড়ায়। যখন সূর্যের আলো সেই ধূলিকণাগুলোর উপর পরে তখন ধূলিকণাগুলো সব রংয়ের আলো শোষন করে শুধু আসমানী রং বিচ্ছুরিত করে। তাই তখন আমরা আকাশটাকে আসমানী কিংবা হালকা নীল রংয়ের দেখতে পাই।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment