গোপাল একদিন হাসতে হাসতে আসছে। রাজসভায় পৌছে মহারাজকে বললে, মহারাজ, আজ আমার জীবন ধন্য। আসার পথে এক সুশীল বালকের সাক্ষাৎ পেলুম। তার কথা কানে না শুনলে বিশ্বাস করতে পারবেন না। সে কেমন সুশীল বালক।
রাজা কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, কি রকম সুশীল বালক সে? তোমার কথা বলার ধরণ শুনে হাসি পাচ্ছে আমার। হেঁয়ালি ছেড়ে তাড়াতাড়ি বলত বাপু। না শুনলে কি করে বুঝব?
গোপাল বললে, পাড়া দিয়ে আসতে আসতে আমার প্রতিবেশী হারু মন্ডলের বাবা ছেলেকে আপনার আর এক গাড়িতে দেখতে পেলাম। ওরা দুজনে মৌজ করে বসে খাচ্ছে। বাপ ছেলে একসঙ্গে বসে ছিল। ছেলে কিছুক্ষণ পরে বাপকে বলল বাবা, তুমি একটু সরে যাও, আমি এখন গাঁজা টানব। তুমি সামনে বসে থাকলে আমি গাঁজা টানব কি করে? লোকে দেখলে, বা তুমি নিজেও মনে কি ভাববে। তুমি আমার গুরুজন, তোমার সামনে গাঁজা টানা তো উচিত নয়। অতএব, বাবা তুমি একটু কৃপা করে সরে বস। আমার কাজটা শ্রীঘ্র শেষ করি।
রাজা কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, কি রকম সুশীল বালক সে? তোমার কথা বলার ধরণ শুনে হাসি পাচ্ছে আমার। হেঁয়ালি ছেড়ে তাড়াতাড়ি বলত বাপু। না শুনলে কি করে বুঝব?
গোপাল বললে, পাড়া দিয়ে আসতে আসতে আমার প্রতিবেশী হারু মন্ডলের বাবা ছেলেকে আপনার আর এক গাড়িতে দেখতে পেলাম। ওরা দুজনে মৌজ করে বসে খাচ্ছে। বাপ ছেলে একসঙ্গে বসে ছিল। ছেলে কিছুক্ষণ পরে বাপকে বলল বাবা, তুমি একটু সরে যাও, আমি এখন গাঁজা টানব। তুমি সামনে বসে থাকলে আমি গাঁজা টানব কি করে? লোকে দেখলে, বা তুমি নিজেও মনে কি ভাববে। তুমি আমার গুরুজন, তোমার সামনে গাঁজা টানা তো উচিত নয়। অতএব, বাবা তুমি একটু কৃপা করে সরে বস। আমার কাজটা শ্রীঘ্র শেষ করি।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment