রাজপ্রসাদ থেকে বের হয়ে এলে হোজ্জার খুব খিদে পেল। কিন্তু পকেটে একটি পয়সাও নেই, কি হবে? ভাবতে ভাবতে সে একটি হোটেলে এসে কুড়িটি মাসের চপ খেয়ে ফেলল।
খাওয়া শেষ করে সে তিনবার ‘সাবাস’ বলে হোটেল থেকে বাইরে যাবার জন্য পা বাড়াল। হোটেলের মালিক তখন চিৎকার করে উঠল, ‘পয়সা কই? তুমি পয়সা দাও নি তো!’
‘কি বলছ? এক্ষুণি তোমাকে পয়সা দিলাম না!’ হোজ্জা আশ্চর্য হয়ে তাকে বলল।
মালিক আর কথা না বলে হোজ্জাকে ধরে নিয়ে বাদশাহর কাছে হাজির হল। বাদশাহ সব ঘটনা শুরে হোজ্জাকে গালি দিতে দিতে বললেন, ‘হোজ্জা, তুমি চপ খেয়ে পয়সা দাওনি কেন?’
উত্তরে হোজ্জা বলল, ‘জাহাঁপনা, আমার কোন দোষ নেই। এই মালিক খুবই লোভী। আমি মাত্র কুড়িটি মাংসের চপ খেয়েছি এবং আপনি আমার বাঙ্গিগুলো কেনার পর আমায় যে তিনবার ‘সাবাস’ দিয়েছিলেন আমি সেগুলিই দিয়েছি। সে আবার পয়সা চাইছে কি করে?
বাদশাহ একথা শুনেই চুপ করে গেলেন।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment