গোপাল একদিন এক বন্ধুর হোটেলে বসেছিল। এই সময় সেই হোটেল তিনজন ভদ্রলোক এসে উপস্থিত। হোটেল ওয়ালা প্রত্যেকের বাসস্থান জিজ্ঞাসা করলেন।
প্রথম ভদ্রলোক বললেন, এড়েদাঁ।
দ্বিতীয় বললের, আগড়পাড়া।
তৃতীয় বললেন, খড়দা।
হোটেলওয়াল শুনেই অবাক। গোপাল বলে উঠল, ভাগ্যিস মাঝখানে আগড়টা ছিল, তা নইলে এড়ে এসে খড় খেয়ে যেত নিশ্চয়ই! সকলে যে যার মুখ চাওয়া চাওয়ি করতে লাগল হাসতে হাসতে।
প্রথম ভদ্রলোক বললেন, এড়েদাঁ।
দ্বিতীয় বললের, আগড়পাড়া।
তৃতীয় বললেন, খড়দা।
হোটেলওয়াল শুনেই অবাক। গোপাল বলে উঠল, ভাগ্যিস মাঝখানে আগড়টা ছিল, তা নইলে এড়ে এসে খড় খেয়ে যেত নিশ্চয়ই! সকলে যে যার মুখ চাওয়া চাওয়ি করতে লাগল হাসতে হাসতে।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment