‘হুজুর আপনি কোন রং চান?’
‘আমি যে রং চাইছি তা অতিসাধারন। তা লাল, নীল ও কালো নয়, আবার সাদা, সবুজ অথবা বেগুনীও নয়। বুঝতে পারছ বিখ্যাত রঞ্জক হোজ্জা। কেমন, পারবে তো?’
‘বুঝতে পেরেছি হুজুর , বুঝতে পেরেছি।’ হোজ্জা দাম্ভিক জমিদারের মুখের দিকে একবার তাকিয়ে তাঁর হাত থেকে কাপড় নিয়ে বলল, ‘আপনার পছন্দমতই রং করব।’
-‘কি? তুমি রং করে দিতে পারবে!’ জমিদার একটু খুশি ভাবে বললেন, ‘ঠিক আছে, তাহলে আমি কবে নিতে আসব?’
হোজ্জা কাপড়টি আলমারীতে বন্ধ করে তালা দিতে দিতে বলল, ‘অমুক দিন আসুন যেদিন সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার নয় আবার শুক্রবার এমনকি রবিবারও নয়। হুজুর, সেদিন এলেই আপনার রং করা কাপড় নিতে পারবেন।
ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






0 comments:
Post a Comment