বারটি দেশলাই কাঠির সাহায্যে একটি সমীকরন তৈরী করা হল। সমীকরনটা দেখতে এই রকম...

সমীকরনটি রোমন অক্ষরে লেখা। সমীকরনটি বাংলাতে লিখলে (৬-৪=১০) এমনটা দেখায়। সমীকরন থেকে সহজেই বোঝা যাচ্ছে যে, সমীকরনটি ভুল আছে। এখন প্রশ্ন হলো উপরের ছবি থেকে যে কোন একটি কাঠি একবার জায়গা বদল করে সমীকরনটি ঠিক করতে হবে।
ধাঁধার উত্তর:

ABOUTME
শিশু কিশোররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের জন্য কিছু রেখে যেতে হবে এটাই আমার কর্তব্য। আর এই কর্তব্যজ্ঞান থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলা ভাষা শিশুদের অনলাইন ভিত্তিক শিক্ষার সুযোগ নেই বললেই চলে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেট ছাড়া কোন পথ নেই। আমি চেষ্টা করেছি শিশুদের উপযুক্ত শিক্ষার জন্য একটি উন্নত অনলাইন ভিত্তিক তথ্যভান্ডরের অবকাঠামো তৈরী করার। যদি আমার এই প্রচেষ্টা থেকে বাংলাদেশের একটি শিশুও উপকৃত হয় তবে আমার কর্ম স্বার্থক হয়েছে বলে মনে করব।






আরেকটি সমাধানঃ
ReplyDeletevi+iv=x